About Us

 ছাত্রবন্ধু

✪  ছাত্রবন্ধু কি ? 

☞︎︎︎ ছাত্রবন্ধু হল একটি বাংলা ওয়েবসাইট, যেখানে শিক্ষা প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন পাঠ্য সামগ্রী সরবরাহ করা হয়। 


☢︎ ছাত্রবন্ধু-র উদ্দেশ্য ☢︎


 ✍︎  ছাত্রবন্ধু তার পাঠকদের প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স, বাংলায় জি. কে. , কুইজ এবং এছাড়াও বিভিন্ন পরীক্ষার সিলেবাস, পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র, ফলাফল, প্রয়োজনীয় বই ও পিডিএফ এবং চাকরির খবর প্রভৃতি সবার আগে প্রদান করে।


১) কারেন্ট অ্যাফেয়ার্স :

☞︎︎︎ বিভিন্ন দেশ তথা বিশ্বের বিভিন্ন সম্প্রতি ঘটনা সমূহের সমন্বয়ে এই বিশেষ নিবেদন। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শিক্ষানুরাগী পাঠকদের জন্য আমাদের এই অতি সামান্য ব্যবস্থা।


২) জি. কে. :

☞︎︎︎ জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর সহ আমাদের এই বিশেষ নিবেদন।


৩) কুইজ :

☞︎︎︎ বিভিন্ন চাকরির পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন , যা লাইভ এবং নির্ধারিত সময়ের ও নম্বর কাউন্টিং-এর বিশেষ সুবিধা বর্তমান


৪) পরীক্ষার সিলেবাস :

☞︎︎︎ যে কোন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তার সিলেবাস জানা অত্যাবশ্যক। তাই আমরা আমাদের সুবিধার্থে সমস্ত পরীক্ষার সিলেবাস প্রদান করে থাকি।


৫) পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র :

☞︎︎︎ কোন পরীক্ষায় বসার আগে তার প্রশ্নপত্রের টাইপ জানা খুব প্রয়োজন। তাই আমরা আপনাদের পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র প্রদান করে সাহায্য করব।


৬) পরীক্ষার ফলাফল :

☞︎︎︎ বিভিন্ন পরীক্ষার ফলাফল দেখতে সাহায্য করা হয়।


৭) চাকরির খবর :

☞︎︎︎ আমাদের ওয়েবসাইটের অন্যতম আকর্ষণ হিসেবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সরকারি ও বেসরকারি চাকরির খবর প্রকাশিত হয়। এছাড়াও, কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন? বেতন কত? কীভাবে আবেদন করতে হবে? প্রভৃতি বিস্তারিত বিবরণ সহ জানানো হয়।


৮) বই ও পিডিএফ :

☞︎︎︎ কোন পরীক্ষার প্রস্তুতির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল বই। আমার দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন বিষয়ের বই ও পিডিএফ বিনা মূল্যে প্রদান করে থাকি।


ধন্যবাদ